লকডাউন চলাকালীন খুলছে না কোনও শিক্ষা প্রতিষ্ঠান: কেন্দ্র

0
5

লকডাউন চলাকালীন খুলছে না কোনও স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্কুল কলেজ খোলার অনুমতি কেন্দ্র দিয়েছে বলে মঙ্গলবার খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। বুধবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই খবর ভুয়ো। লকডাউন চলাকালীন স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মার্চের শেষে দেশজুড়ে শুরু হয় লকডাউন। দু’মাসেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এরইমধ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। অন্যদিকে, চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পড়ুয়া থেকে অভিভাবকদের চিন্তা কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খোলে কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়েছে, এখনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সিদ্ধান্ত হয়নি।