ফের বৃষ্টির ভ্রুকুটি!

0
1

উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়ছে। জোরালো দখিনা-পশ্চিমি বাতাসের দাপটে রবিবার থেকেই বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টাতেও। সোমবার বীরভূম ও মালদা জেলায় ঝড়-বৃষ্টি হয়। বীরভূমের সিউড়িতে ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। বেশ কিছু বাড়ির চাল উড়ে গিয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আরও কিছু জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি অনুকূল হবে।
বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। তাই কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। প্রবল গরম পড়ার আশঙ্কা আপাতত কম। কলকাতার তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে।