লকডাউনের জের, আর থমকে যাওয়া অর্থনীতির ফল। দুদিন আগেই ক্যাব সংস্থা ওলা প্রায় ১৩০০ কর্মীকে ছাঁটাই করেছিল। এবার পালা উবেরের। এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাই করল উবের। উবের ইন্ডিয়ার দক্ষিণ এশিয়ার সভাপতি প্রদীপ পরমেশ্বরণ জানিয়েছেন, করোনার প্রভাবের কারণেই এই কর্মী সংকোচন প্রক্রিয়া। ৬০০ জন পূর্ণ সময়ের কর্মচারীকে তারা এই কারণেই ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।