অবসরপ্রাপ্ত সেনা কর্মীর মৃত্যুতে উত্তপ্ত ইছাপুর। মৃত ব্যক্তির নাম অরূপ দেবনাথ। ইছাপুরের বাদামতলা আমবাগান এলাকার বাসিন্দা মৃত ওই ব্যক্তির বয়স ৭০ বছর।প্রতিবেশীদের অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনা কর্মীর স্ত্রী ও মেয়ে তাঁর উপর অত্যাচার করত। পেনশনের টাকা স্ত্রী ও মেয়ে নিয়ে নিত। ঠিক মতো খেতে দিত না। এমনকী প্রায়ই মারধর করা হতো তাঁকে। ওই ব্যক্তি পাড়ার লোকের কাছে মাঝেমধ্যে খাবার চাইত বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের আশঙ্কা, সোমবার রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বা শ্বাসরোধ করে অরূপ দেবনাথকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।





























































































































