জল ও বিদ্যুতের দাবিতে বসিরহাটে টাকি রোড অবরোধ করলেন গ্রামবাসীরা। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুণ্ডি গ্রাম পঞ্চায়েতের দন্ডিরহাটে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা। আমফানের পরে ৬দিন ওই এলাকার ১৫টি গ্রাম এখনও পানীয় জল ও বিদ্যুৎ থেকে বঞ্চিত। তার প্রতিবাদে অবরোধ করেন স্থানীয়রা। বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।