মাঝে কিছুদিন নীরব থাকার পর ফের তৎপরতা বাড়াতে শুরু করেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বেসরকারি বাস চলাচল নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটানোর জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে দুটি সংগঠন। সংগঠনের বক্তব্য, বেসরকারি পরিবহণের সঙ্গে বহু মানুষ যুক্ত। তাই যাতে পথে বাস নামতে পারে, তার একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। তবে ভাড়া বৃদ্ধি যে দরকার, তাও স্পষ্ট করে দিয়েছে সংগঠনগুলি। অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির বক্তব্য, পরিষেবা শুরুর ব্যাপারে বিভিন্ন জেলার আঞ্চলিক পরিবহণের কর্তারা যোগাযোগ করেছেন, কিন্তু, ভাড়া সংক্রান্ত ব্যাপারে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হওয়া দরকার। সংগঠন চায় পরিষেবা দিতে, সেই কারণেই রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।