বাগদায় কাজ শুরু ওড়িশার ডিজাস্টার ব়্যাপিড ফোর্সের

0
2

আমফান ঝড়ের পরে কেটেছে পাঁচদিন। এখনও বাগদা ব্লক বিদ্যুৎহীন। বিভিন্ন জায়গায় তারের উপরে পড়ে রয়েছে গাছ। সোমবার রাতে ওড়িশার ২৫ জনের ডিজাস্টার ব়্যাপিড ফোর্স টিম পৌঁছায় সেখানে। মঙ্গলবার সকাল থেকে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বিদ্যুতের হাইটেনশন তারের উপরে পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করে তারা।

বাগদার বিডিও জ্যোতিপ্রকাশ হালদার জানান, ২৫ জনের ডিজাস্টার ৱ্যাপিড ফোর্স তিনটি ভাগে কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তাঁর।