এবার বিদ্যুতের দাবিতে রাস্তায় বসলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মঙ্গলবার সকাল থেকে শেওড়াফুলিতে জিটি রোডের উপর তিনি অবরোধে বসেন। বিরোধী দলনেতার অভিযোগ, ৬দিন ধরে বিদ্যুৎ নেই, জল নেই। সিইএসসিকে ফোন করলে কেউ ধরছে না। যতক্ষণ না সিইএসসি আসে ততক্ষণ তাঁরা উঠবেন না।পুলিশ তাঁকে ওঠার অনুরোধ করলেও তিনি দুপুর পর্যন্ত ওঠেননি। পাল্টা জেলার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উনি এতদিন কোথায় ছিলেন? হুগলির অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে।এসেছে, কয়েকটা জায়গায় বাকি আছে দ্রুত চলে আসবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছি।