বিদ্যুৎ-এর দাবিতে উত্তপ্ত নাদিয়াল, ইঁটের ঘায়ে মাথা ফাটল বিধায়কের

0
1

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা ও শহরতলি। যার নিট ফল, ৬ দিন পরেও দেখা নেই বিদ্যুৎ ও পানীয় জলের । শহরের অন্যান্য অংশের মতোই আজ মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত ছিল নাদিয়াল থানার কাঞ্চনতলা। শেষ পর্যন্ত জনতার রোষের শিকার হলেন খোদ বিধায়ক । ইঁটের ঘায়ে মাথা ফাটল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার ।

আমফানের তাণ্ডবের ৬দিন পর এলাকার এক অংশে এসেছে বিদ্যুৎ, অন্য অংশ এখনও বিদ্যুৎহীন। আর তাই নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। রাস্তা অবরোধকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক যেতেই, তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ । তার কোনও কথাতেই কর্ণপাত করেননি উত্তেজিত জনতা। উল্টে প্রথমে বচসা, তারপর হাতাহাতি । ইট ছুঁড়ে খোদ শাসকদলের বিধায়কেরই মাথা ফাটিয়ে দেওয়া হয় । তার থুতনিতেও আঘাত লেগেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।