মোহালি হকি স্টেডিয়াম হকির আইকন বলবীর সিং(সিনিয়র)-এর নামাঙ্কিত হবে

0
1

সোমবারই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তিনবার অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকির কিংবদন্তি বলবীর সিং-এর। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি মোহালি হকি স্টেডিয়ামটিকে ভারতীয় হকির আইকন বলবীর সিং(সিনিয়র)-এর নামাঙ্কিত করার কথা ঘোষণা করেন।
১৯৪৮-এর লন্ডন অলিম্পিকে ব্রিটিশদের ফাইনালে ৪-০ গোলে হারিয়ে স্বাধীন ভারতীয় হিসেবে প্রথম সোনাজয়ের স্বাদ পেয়েছিলেন বলবীর সিং। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকের ফাইনালে ডাচদের বিরুদ্ধে একাই পাঁচ গোল করেছিলেন তিনি। হেলসিঙ্কি অলিম্পিকের ফাইনালে বলবীরের সর্বোচ্চ গোল করার রেকর্ড বিশ্বে আজও অক্ষত । আর ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছিল ভারত।