সাধনদা অসুস্থ, ওর কথার জবাব দেবো না, চিমটি কেটে বললেন ফিরহাদ

0
1

কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম সাধন পান্ডের অভিযোগ উড়িয়ে দিলেন। সাধনের কথার জবাব দিতে অস্বীকার করলেন। তবে চিমটি কাটার ভঙ্গিতে বললেন, উনি অসুস্থ মানুষ, তাই ওনার কথার জবাব দেব না। বেচারি অসুস্থ, কিছু বলা যায় নাকি! পুরসভায় ঢোকার মুখে সন্ধেবেলায় এ কথা বলেন ফিরহাদ হাকিম। আর তার কিছুক্ষণ আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের সামনের রাস্তায় দাঁড়িয়ে কাজ তদারকি করতে গিয়ে কলকাতার প্রশাসক বলেন, সাধনদার যদি কোনও পরামর্শই থাকতো, তাহলে তিনি এসে দেননি কেন? কেউ তো আটকাননি। এড়াব বলেও এড়াতে পারেননি প্রাক্তন মেয়রের কথা। বললেন, রোগী ভেন্টিলেশনে, না সে ভেন্টিলেশনে তা জানি না। তবে বাড়িতে বসে কথা বলা সহজ। আর আমি রাস্তায় নেমে কাজ করছি। গ্রাউন্ড রিয়্যালিটি আমিই জানি।