এবার অন্ধ্রপ্রদেশে উল্টে গেল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। এই দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১০ শ্রমিক। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে কলকাতা আসার পথে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে উল্টে গেল পরিযায়ী শ্রমিক ভর্তি একটি বেসরকারি বাস। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম।