চিন-আমেরিকার কূটনৈতিক সংঘাতের ফলে বাড়লো সোনার দাম

0
1

মঙ্গলবার ফের চড়লো সোনার দাম। সোনার দাম বাড়ার পেছনে একমাত্র কারণ চিন-আমেরিকার কূটনৈতিক সংঘাত। এমন সংঘাতের ফলে সোনায় বিনিয়োগের হার বেড়েছে।

আইএনজি বিশ্লেষক ওয়ারেন প্যাটার্সনের মতে, ‘সোনার বাজারদর ওঠার পিছনে অন্যতম কারণ চিন ও আমেরিকার কূটনৈতিক সংঘাত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সোনার দামে ফের উল্লেখযোগ্য উত্থান দেখা দেবে।’

এদিন এমসিএক্স সূচকে গোল্ড জুন ফিউচার্সে ০.২৮% বৃদ্ধির ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে হল ৪৭,১০৫ টাকা। পাশাপাশি, সূচকে রুপোর দর ১.৩৯% বাড়ার জেরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৮,৯২৭ টাকায়।

আন্তর্জাতিক বাজারেও সোনার দামে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ১,৭৩২.৩৮ ডলার। তবে ০.১% পতনের ফলে ইউএস এক্সচেঞ্জে সোনার দাম প্রতি আউন্স যাচ্ছে ১,৭৩৩.৫০ ডলার।