করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। তাতেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। তার উপর আমফানের দাপট লন্ডভন্ড করে দিয়েছে মানুষের জীবন। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা।
বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের বামনহাট গ্ৰাম পঞ্চায়েতের পোয়াতুরকুটির বেশিরভাগ চাষের জমি জলের নীচে। কৃষকদের অনুমান জলের নীচে ১০০ বিঘা ধান ক্ষেত। স্থানীয় কৃষক আব্দুল সোবাহান জানান, লকডাউনের জেরে আমদানি করা জিনিস বিক্রি করা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের ফলে শেষ সম্বলটুকু রইল না। এই অবস্থায় সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি জানান তিনি। অন্য এক কৃষক বিকাশ চন্দ্র বর্মন জানান তাঁর ২ থেকে ৩ বিঘা জমি জুড়ে ধান জলের নীচে। পাটও জলের তলায়। গ্ৰাম পঞ্চায়েত সদস্যার স্বামী রফিকুল মিয়া বলেন, “পোয়াতুরকুটির প্রায় ১০০ বিঘা ধান ক্ষেত জলের তলায় চলে গিয়েছে। যার ফলে দুর্দশা কৃষকদের। এদিকে লকডাউন চলায় ক্ষতির পরিমাণ অনেক বেশি।”





























































































































