প্রথমে করোনা, তারপর আমফান, এরপর পঙ্গপাল। ভারতের ভাগ্যাকাশে কালো মেঘ আর সরছেই না। এ বছরের শুরুতেই পঙ্গপাল হামলা চালিয়েছিল পাকিস্তানে। ফসলের ব্যাপক ক্ষতি হয়। জারি করা হয়েছিল জরুরি অবস্থা। সেই পঙ্গপাল সীমানা পেরিয়ে ডানা মেলে চলে এসেছে মধ্যপ্রদেশে। তার আগে হামলা চালায় রাজস্থানে। এই রাজ্যের ১৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। হামলা চালায় পাঞ্জাব-হরিয়ানাতেও। পঙ্গপালের হামলার জেরে ভারত জুড়ে খাদ্য সঙ্কট তৈরি হতে পারে। প্রসঙ্গ একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে যদি ১বর্গ কিলোমিটার অঞ্চল পঙ্গপালের দখলে চলে যায় তাহলে ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। আর একটি বড় পঙ্গপাল দিনে ১২০ মাইলের খাবারও খেয়ে ফেলতে পারে। ফলে ভারতের মাথায় আর এক চিন্তা।