এবার ওড়িশার দমকল বাহিনী এসে গেল বাংলায়। নবীন পট্টনায়ক সরকার দশটি টিমকে বাংলায় পাঠিয়েছেন। এই বাহিনীর মূল কাজ হলো গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সোমবার সকালেই ওড়িশার এই টিম দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় গাছ কাটার কাজ শুরু করে দেয়। এই গরমের মধ্যেও তারা পিপিই কিট পরে রাস্তায় কাজ করে। তারা জানিয়েছে কতদিন থাকতে হবে জানা নেই। আশা করা হচ্ছে ৪-৫ দিনের মধ্যেই কাজ শেষ করে তাঁরা রাজ্যে ফিরে যেতে পারবেন।