করোনা সংক্রমণের ভয় বেশি স্থূলদের? কী বলছেন বিশেষজ্ঞরা

0
1

বেশিভাগ রোগের সঙ্গেই স্থূলতার একটা সম্পর্ক দেখা যায়। অনেক রোগের কারণ হিসেবে ওবেসিটিকেই দায়ী করেন বিশেষজ্ঞরা। এবার করোনার ক্ষেত্রেও সেই যোগসূত্রের দিকে আঙুল তুললেন চিকিৎসকরা।

প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও গবেষকদের মতে, কোভিড পজিটিভ রোগীদের মধ্যে বেশিরভাগই স্থূলকায়। ব্রিটেন ও আমেরিকায় স্থূলত্ব এবং কোভিড সংক্রমণের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা চলছে। ভারতের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই দাবি করেছেন দিল্লিরই চিকিৎসকরাও।
দিল্লির এইমস-এ ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই স্থূলকায়। এইমস সূত্রে খবর, দশজন কোভিড রোগীর মধ্যে পাঁচ থেকে ছ’জনই স্থূলত্বের শিকার। বিশেষজ্ঞদের মতে, ওবেসিটির সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের সরাসরি যোগসূত্র আছে কি না সেটা এখনও প্রমাণিত নয়। তবে অনুমান, স্থূলত্বের কারণে শরীরে এমনিতেই নানা রোগ বাসা বাঁধে। প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে দ্রুত করোনা সংক্রমণ দেখা দেয়।
একই দাবি, দিল্লির ধর্মশালা নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালের। তকাোরাও জানিয়েছে, কোভিড পজিটিভ রোগীদের ৫০-৬০% স্থূলতার শিকার। তবেই যোগসুত্র সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে নারাজ বিশেষজ্ঞরা।