করোনা আবহের মধ্যে চলে এসেছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব খুশির ঈদ। তাই সামাজিক দূরত্ব বিধি মেনেই দেশজুড়ে চলছে ঈদ উৎসব। একইভাবে এবার বাড়িতে থেকেই ঈদ পালন করছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন নিজের বাড়িতে বসেই পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ পাঠ করলেন ফিরহাদ হাকিম।
এর আগে রাজ্যবাসীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, এবার ঘরে থেকেই ঈদ উৎসব পালনের। খুশির ঈদে অবশ্যই মাথায় রাখতে হবে সুরক্ষার কথা, আর মুখ্যমন্ত্রীর সেই বার্তা পালন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
যদিও এবারের ঈদেও আমফান পরবর্তী বিপর্যয় পরিস্থিতি মোকাবিলায় তিনি কাজ করে যাবেন তা আগেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। তাই সকাল সকাল নমাজ পাঠের পর খাওয়াদাওয়া শেষেই পুরসভার উদ্দেশে বেড়িয়ে পড়েন ফিরহাদ হাকিম।




























































































































