করোনা আবহে আমফানের তাণ্ডবে লন্ডভন্ড গোটা বাংলা। ভয়ঙ্কর সুপার সাইক্লোনের করাল গ্রাসে প্রাণ হারিয়েছেন অনেক সাধারণ মানুষের। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে মৃতদের প্রতিটি পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
কলকাতা পুরসভার পক্ষ থেকে এদিন ঝড়ে নিহতদের মধ্যে ১০জন মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ফিরহাদ হাকিম মৃতের পরিবারবর্গকে সান্তনা দিয়ে বলেছেন, “যে মানুষরা প্রাণ হারিয়েছেন তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু তাঁদের সকলের পরিবারের পাশে যে কোনও দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ আমরা সবাই আছি।”
প্রশাসক ফিরহাদ হাকিম আরও জানান, এই টাকার অঙ্কটা কিছুই নয়, শুধু তাঁদের পক্ষ থেকে মৃতের পরিবারবর্গের পাশে থাকার আশ্বাস।





























































































































