আমফানের ঝাপটা যেতে না যেতেই ফের কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপড়পার এলাকা। বালাভূত যাওয়ার রাস্তায় নাককাটি গ্রাম পঞ্চায়েতের দ্বিপড়পার এলাকায় রাস্তার ওপর ঝড়ে গাছ পড়ে রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। গাছ পড়ে প্রায় ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন।
ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। গাছ পড়ে ক্ষতি হয় বেশ কিছু বাড়ি। কয়েক মিনিটের ঝড়ে মাটি হয়ে যায় ঈদের খুশি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে সাহার্যের আর্জি জানিয়েছেন।