কলকাতা শহরের ৮০% শতাংশ জায়গা স্বাভাবিক হয়েছে। এই সব জায়গায় জল, বিদ্যুৎ চালু হয়েছে। বাকি প্রয়োজনীয় পরিষেবাও চালু হয়েছে। আশা করছি আগামী দু-একদিনের মধ্যে বাকি জায়গাও স্বাভাবিক হয়ে যাবে। সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন ধন্যবাদ জানান আমফান বিপর্যয় মোকাবিলায় নামা সেনা, এনডিআরএফ, এসডিআরএফ কর্মীদের। সেই সঙ্গে রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিম, রাজ্য ও পুরসভার কর্মীদেরও। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় কাজ করেছেন লক্ষাধিক কর্মী। সব মিলিয়ে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কর্মী। সেচের পাম্প চালু হয়েছে, সাব স্টেশনও চালু হয়েছে। শহরও দ্রুত ফিরছে স্বাভবিক অবস্থায়।





























































































































