লাদাখ সীমান্তে ক্রমশই বেড়ে চলেছে চিন-ভারত সংঘর্ষের পরিস্থিতি। শোনা গিয়েছিল, চিনের সেনা ভারতের সেনা জওয়ানদের জোর করে আটকে রেখেছিল। তবে কি এই খবর সত্যি? এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ভারতীয় সেনার মুখপাত্র আমন আনন্দ।
আমন আনন্দ জানান, চিনের সীমান্তে ভারতীয় সেনার কোনও জওয়ানকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়নি। তিনি আরও জানান, এমন খবর যখন প্রকাশিত হয়,তখন জাতীয় আবেগ ক্ষুণ্ণ হয়।
লাদাখের ওপারে চিনের সেনার সংখ্যা বাড়তেই এপারেও ভারতীয় সেনার সংখ্যা বাড়িয়ে দিল দিল্লি।
দুই তরফে সেনার বিরোধ শুরু হয় লাদাখের প্যানগং লেকের চারপাশ ঘিরে। সেখানে চিনা সেনাকে কয়েকমাস আগেই টহল দিতে দেখা যায়। এরপর ভারতীয় সেনা এগিয়ে যেতেই শুরু হয় সংঘাত।





























































































































