আমফানে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গ। গাছ পড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। এবার উদ্ধারকাজে হাত দিতে উত্তরবঙ্গ থেকে আসছে বিশেষ দল। রবিবার শিলিগুড়ি থেকে ২৪ জনের এই দল রওনা দিয়েছে। বৈকুন্ঠপুর ও দার্জিলিং ওয়াইল্ড লাইফ এবং সুকনা এই তিনটি ডিভিশন থেকে বনকর্মীদের নেওয়া হয়েছে ওই দলে। এই বিষয়ে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও জয়ন্ত মণ্ডল জানিয়েছেন, “গাছ কাটতে পারদর্শীদের এমন ২৪ জনকে নিয়ে এই দলটি গঠন করা হয়েছে। আমফান তাণ্ডবে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জায়গা। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একে লকডাউন তার উপর আমফানের তাণ্ডবে বেসামাল হয়ে পড়েছে বাংলার পরিস্থিতি। দ্রুত গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করতে এই দল পাঠানো হলো।”





























































































































