সিকিম আলাদা দেশ! কেজরিওয়ালের বিজ্ঞাপনে ঝড় সব মহলে

0
1

এক বিজ্ঞাপনে দিল্লির কেজরিওয়াল সরকার বিপাকে। তাদের বিজ্ঞাপনে সিকিমকে আলাদা দেশ হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে সমালোচনার ঝড়।

কী হয়েছিল ঘটনা?

সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদের নিয়োগে বিজ্ঞাপন দিয়েছিল দিল্লি সরকার। সেখানে নেপাল, ভুটানের সঙ্গে সিকিমকেও রাখা হয়। বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘ভারতীয় নাগরিক অথবা সিকিম, নেপাল, ভুটানের বাসিন্দা…’ সিকিমকে আলাদা দেশ হিসাবে দেখা হয়েছে। আর এই ঘটনায় এমনই মুখ পোড়ে কেজরিওয়ালের যে এক সিনিয়র আমলাকে সাসপেন্ড করে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল। রাজ্যপাল বলেন, এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।

কেন হয়েছে?

আমলা মহলে বলা হচ্ছে ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রেগুলেশন আইন অনুযায়ী নিয়োগে যে যোগ্যতা মান ছিল তা চোখ বুজে ওই আমলা কপি পেস্ট করেছেন। তাতেই এই ভুলের ঘটনা ঘটে।