সুপার সাইক্লোন আমফানের ক্ষত চিহ্ন ছড়িয়ে আছে রাজ্য জুড়ে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলি জেলার বিভিন্ন এলাকা। গাছ উপড়ে পড়ে আছে উত্তরপাড়ার একাধিক অঞ্চলে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যার জেরে জলও পাওয়া যাচ্ছে না। অসহায় অবস্থা মানুষের। রবিবার সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতা। রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত, আমফানের তাণ্ডবের পর উত্তরপাড়ায় জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। এমনকী বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগও ওঠে।