একদিকে যখন আমফান বিপর্যয়ে ধ্বংসস্তূপ বাংলা, ঠিক তখনই চুপিসারে দেশজুড়ে বাড়বাড়ন্ত মারণ ভাইরাস করোনার। এবার একদিনে করোনা আক্রান্তে ফের রেকর্ড গড়লো ভারত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বাধিক।
একইসঙ্গে এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জন কোভিড আক্রান্তের। সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮ জন। মোট মৃত ৩ হাজার ৮৬৭ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫৪ হাজার ৪৪০ জন রোগী। এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।































































































































