আবার বাধার মুখে দিলীপ ঘোষ। এবার পূর্ব মেদিনীপুরে আমফান দুর্গতদের পাশে দাঁড়াবার জন্য বিজেপি রাজ্য সভাপতি যাচ্ছিলেন। হলদিয়া মেচেদা রোড ধরে নন্দকুমারের পথে যাবার সময় পুলিশ তার কনভয়কে আটকায়। হলদিয়া-মেচেদা রোডে কৃষ্ণপুর এর কাছে তার গাড়ি আটকায় পুলিশ। অভিযোগ সেই একই, লকডাউন চলছে। করোনা পরিস্থিতি রয়েছে। মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা রয়েছে। দিলীপ ঘোষের পুলিশি অনুমতি নেই। রাজ্য সভাপতি আসার খবরে বিজেপি সমর্থকরা জড়ো হন। পাল্টা তৃণমূল কংগ্রেসও কর্মীদের জড়ো করে। উত্তেজনা বাড়ে। দিলীপ বলেন, এটা আমার লোকসভা কেন্দ্রের মধ্যে। আমাকে দেখলেই ওদের আইনের সমস্যার কথা মনে পড়ে। আমি এলে যদি ওদের আইন -শৃঙ্খলার অবনতি হয়, তাহলে পুলিশের ডুবে মরা উচিত। উত্তেজনা অব্যাহত।





























































































































