ছ’ মাস আগে বিয়ে ঠিক হয়েছিল। তারপরই বিশ্ব জুড়ে শুরু হয় করোনা ত্রাস। এদিকে করোনা সংক্রমণ রুখতে সারা দেশে শুরু হয় লকডাউন। এই পরিস্থিতিতে বড়সড় প্রশ্নের মুখে পড়ে জলপাইগুড়ির ওম প্রকাশ ও অসমের ধুবড়ি জেলার কাজলের বিয়ে। শেষমেষ অসম বাংলা সীমান্তে বিয়ে হলো দুজনের।
সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্ধ করা হয়েছে আন্তঃরাজ্য সীমান্তগুলি। অসমে প্রবেশের অনলাইন পাস নিয়ে জলপাইগুড়ি থেকে বিয়ে করতে যাচ্ছিলেন ওম প্রকাশ। কিন্তু শেষ রক্ষা হলো না। অসম বাংলা সীমান্তেই প্রশাসনিক বাধার মুখে পড়তে হলো পাত্রপক্ষকে। অসম সরকারের নির্দেশ অনুযায়ী, সে রাজ্যে প্রবেশ করলেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিপাকে পড়ে দুপক্ষই। দু’রাজ্য প্রশাসন মিলে সিদ্ধান্ত হয় সীমান্তেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বিয়ে দেওয়া হবে তাঁদের। রীতিমতো সাজো সাজো রব শুরু হয়ে যায় অসম বাংলা সীমান্তেই। পুরোহিত থেকে শুরু করে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করে অসম প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখেই মাস্ক পরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে।
নবদম্পতির হাতে প্রথম উপহার তুলে দেন অসমের বিধায়ক অশ্বিনী কুমার রায়। তিনি জানান, তিনি সীমান্ত পরিদর্শন করতে গিয়েছিলেন। তারপর প্রশাসনিক আধিকারিকদের কাছে বিয়ের ঘটনা জানতে পারেন। খোদ প্রশাসনিক আধিকারিকদের এই সহযোগিতায় খুশি বলে জানান তিনি।