বাঁকুড়ার পাত্রসায়েরের পর ছাতনায় মিলল জোড়া করোনা আক্রান্তের খোঁজ

0
1

বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার ছাতনা। জোড়া করোনা আক্রান্তের খোঁজ মিলল ছাতনায়। ছাতনার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পাঠানো দুই ব্যক্তির লালারসের নমুনার ফল এসেছে কোভিড পজেটিভ। এই দুজনের মধ্যে একজন ৬৫ বছরের বৃদ্ধ আছেন। বাকি আর একজন ২৮ বছরের যুবক বলে জানা গেছে।

এই দুজনের গত ১৪ মে লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তা ১৭ মে কলকাতার স্কুল অফ ট্রপিক্যালে মেডিসিনে পাঠানো হয়। ২৩ তারিখ নমুনার ফল মেলে তাতে দুজনেরই কোভিড পজেটিভ ধরা পড়ে।