আবারো করোনা ভাইরাস হানা দিলো বলিউডে। কণিকা কাপুর, পূরব কোহলি ও মোরানি পরিবারের পর এবার এই মহামারিতে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। তিনি নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন। গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার শরীরে কোনও উপসর্গ নেই। তখন থেকেই নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
কিরণ কুমার বলেন, জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কোনরকম সমস্যা বা করোনার অন্য কোনও উপসর্গ আমার নেই। আমি সুস্থ আছি, ১০ দিন ধরে নিজ বাড়িতে পরিবারের সবার থেকে আলাদা রয়েছি। সবকিছু নিজেই করছি।
৭৪ বছর বয়সী এই অভিনেতা আরো জানান, গত ১৪ মে অন্যকিছু মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। তখন একসঙ্গে তিনি করোনারও পরীক্ষা করান। পরে সে ফল পজিটিভ আসে। দুই-তিনদিনে মধ্যে তার পুনরায় করোনার পরীক্ষা করানো হবে।বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘মুঝসে দোস্তি করোগে’, ‘জুলি’র মতো অসংখ্য বলিউড সিনেমায় অভিনয় করেছেন কিরণ কুমার। এছাড়া ‘মিলি’, ‘গৃহস্তি’, ‘জিন্দেগি’র মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে।জনপ্রিয় অভিনেতা জীবনের ছেলে কিরণ কুমার। ‘ব্রাদার্স’, ‘ববি জাসুস’, ‘কথাসাগর’, ‘এলওসি কার্গিল’, ‘ধড়কন’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        






























































































































