মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতেই ক্রমশ স্বাভাবিক হচ্ছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলের জল ও বিদ্যুৎ পরিস্থিতি। বিগত ১২ ঘণ্টার মধ্যে বহু এলাকায় জল ও বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে। ফলে ক্রমশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরছেন। অন্যদিকে এনডিআরএফ এবং সেনা রাস্তায় নেমে কাজ শুরু করেছে। ধীরে ধীরে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভেঙে পড়া গাছ ইলেকট্রিক এবং টেলিফোনের পোল। যে সমস্ত এলাকায় স্বাভাবিক হয়েছে সেগুলি হল : যাদবপুর, সেলিমপুর, লেকটাউন, পাটুলি, সার্ভে পার্ক, মুকুন্দপুর, রিজেন্ট এস্টেট, বেহালা শীলপাড়া, এনএসসি বোস রোড, নাগেরবাজার, বেহালা চৌরাস্তা, রাসবিহারী এভিনিউ, জেমস লঙ সরণি, বিবি চ্যাটার্জি রোড, বারাসত-গড়িয়ার একাংশ, বাঁশদ্রোণী, কেষ্টপুর, তেঘরিয়া, বাগুইআটি। এছাড়াও স্বাভাবিক হয়েছে এগরা, কাঁথি ও তমলুকে।