দেশে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনা এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের আরও ৮৭ জন পুলিশ কর্মী।
আজ, রবিবার মহারাষ্ট্র রাজ্য পুলিশের পক্ষ থেকে সারকারিভাবে একথা জানানো হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১,৭৫৮ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৬৭৩ জন।