১০০ দিনের কাজে আরও বেশি মানুষকে যুক্ত করতে হবে। এলাকার তরুণদের এই কাজে নিতে হবে। দক্ষিণ ২৪পরগণার কাকদ্বীপে শনিবার প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কমিউনিটি কিচেন চালু করতে হবে, প্রয়োজন সেখানে চাল-ডালের ব্যবস্থা করবে সরকারই। রেশন ব্যবস্থা ঠিক রাখার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিতে হবে। প্রসঙ্গত লকডাউনের মধ্যে রেশন নিতে গিয়ে মানুষের প্রচণ্ড ভিড় হচ্ছিল। তখন বিরোধীরা বারে বারেই বলেছিলেন, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হোক। আজ মুখ্যমন্ত্রীর গলায় সেই সুরই শোনা গেল।





























































































































