আমফান মোকাবিলায় সেনার সাহায্য চাওয়ায় রাজ্যের প্রশংসায় রাজ্যপাল

0
1

আমফান বিপর্যয় সামলাতে সেনার সাহায্য চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের এই পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেছেন, এটা সংকটের সময়। মানুষকে শান্ত থাকতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও টেলি যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।

টুইটারে রাজ্যপাল লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সমর্থন ও সহায়তা চাইছেন, এটি একটি ভাল পদক্ষেপ। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং মানুষকে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য আবেদন করছি। কর্তৃপক্ষকে যোগাযোগ, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।