পুলিশি ব্যারিকেডে সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ দিলীপ ফেরার পথে বললেন, আবার যাব

0
1

সকাল ন’টা থেকে গড়িয়া বাইপাসে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ থাকার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ গাড়ি ঘুরিয়ে সল্টলেকের পথে যাত্রা করেন দিলীপ ঘোষ। কিন্তু দুপুর সাড়ে এগারোটা নাগাদই বিজেপি রাজ্য সভাপতি ফিরে যাচ্ছিলেন। সেই সময় বাইপাসের দু’ধারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকরা জড়ো হয়েছেন। উত্তেজনা তৈরি হয়। দেখা যায় দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিও হচ্ছে। এই ঘটনা দেখে দিলীপ গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ফেরত চলে আসেন। পরিষ্কার জানান, যদি তাঁর সমর্থকদের নিরুপদ্রবে ফেরত পাঠানো না হয় তিনি এলাকা থেকে নড়বেন না। শেষে পুলিশি ব্যবস্থাপনায় উত্তেজনা প্রশমিত হলে দিলীপবাবু ফিরে যান। কিন্তু বলে যান, এখানেই শেষ নয়। ফের তিনি দুর্গতদের পাশে দাঁড়াতে যাবেন। সেটা কাল, রবিবার কিংবা সোমবারও হতে পারে।