সৌরভ-জয়ের জন্য কেন সুপ্রিম কোর্টে গেল বোর্ড?

0
1

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে কুলিং অফ পিরিয়ড থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেল বিসিসিআই। বোর্ডের পক্ষে কোষাধ্যক্ষ অরুণ ধুমল দুজনের মেয়াদ বাড়াতে আবেদন করেছেন। সৌরভ-জয়কে কীভাবে কুলিং অফ পিরিয়ড থেকে বাঁচানো যায়, সে নিয়ে গত ডিসেম্বরে বোর্ডের এজিএমে আলোচনা হয়। ধুমল জানান, ভারতীয় বোর্ডে এই দু’জনকেই দরকার। তাঁরা যাতে টানা তিন বছর কাজ করতে পারেন তার পক্ষেই উদ্যোগ শুরু হয়। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, কোনও বোর্ড বা রাজ্য কর্তা ৬ বছর পদে থাকলে তাঁকে ৩ বছরের জন্য কুলিং অফ পিরিয়ড বা সমস্ত পদ থেকে দূরে থাকতে হবে। সৌরভ-জয়ের এই বছরেই মেয়াদ শেষ হচ্ছে। আর সেই নিয়ম বদলাতেই সুপ্রিম কোর্টে যাওয়া।