অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেলে পাড়ি ধন্যি মেয়ের

0
1

টানা সাত দিন ধরে ১২০০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পার করেছিল জ্যোতি কুমারী। তাও আবার একা নয়। সাইকেলের কেরিয়ার এ ছিল তার অসুস্থ বাবা। বছর ১৫-এর জ্যোতি নিজের বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেলে করে বাড়ি ফিরে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। আর এমন একখানা অসাধ্য সাধন করায় বড়সড় চমক অপেক্ষা করছে তাঁর জন্য। জ্যোতিকে ট্রায়ালে ডেকেছে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া। সামনের মাসে ট্রায়ালের জন্য দিল্লি যাবে জ্যোতি। দিল্লি যাওয়ার যাবতীয় খরচ বহন করবে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া।

সাইকেল ফেডারেশন—এর চেয়ারম্যান ওঙ্কার সিং জানিয়েছেন, ট্রায়ালে পাস করলে জ্যোতিকে দিল্লির ন্যাশনাল সাইকেল অ্যাকাডেমিতে রাখা হবে।

সাইকেল ফেডারেশন এরই মধ্যে জ্যোতির সঙ্গে কথা বলেছে। ফেডারেশন—এর কর্তারা মনে করছেন, সাতদিনে ১২০০ কিমি রাস্তা সাইকেল চালানো মুখের কথা নয়। তাও আবার একা নয়। ক্যারিয়ারে অসুস্থ বাবাকে বসিয়ে। জ্যোতির এমন কাণ্ড অবাক করছে কর্তাদের। ক্লাস এইটে পড়ে জ্যোতি।