মুখ্যমন্ত্রীর হাতে ওটা কী?

0
1

বিমানবন্দরের দুটি চিত্র চোখ টেনেছে সকলের। একটি দৃশ্য — খুব কাছাকছি দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর গভীর আলোচনা। এবং দ্বিতীয় বিষয়টি হলো মুখ্যমন্ত্রীর হাতে একটি পোস্টার সাইজের কাগজ। অনেকেরই প্রশ্ন এটি আসলে কী? হেলিকপ্টার পথনির্দেশের ম্যাপ? নাকি এক নজরে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের তথ্য? সে নিয়ে আলোচনা সর্বত্র। পরে মুখ্যমন্ত্রী নিজেই জানান, ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত রয়েছে ওই ম্যাপে।