আমফানের তাণ্ডবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের যে কী বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, তা টের পাওয়া যাচ্ছে যত সময় বাড়ছে তত। কলকাতা ও তার আশপাশের বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। তার মধ্যেই বেহালায় মর্মান্তিক দৃশ্য! জমা জলে ভাসছে 5-6টি দেহ। বেহালার পর্ণশ্রী এলাকার জমা জলে একাধিক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রীর লেকের পাশ থেকেই উদ্ধার এক ব্যক্তির দেহ। অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ ও NDRF টিম যখন সেই দেহ উদ্ধারে নামে তখন একে একে আরও মৃতদেহ উদ্ধার হতে থাকে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫-৬টি ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে। আশেপাশে আর কোনও নিথর দেহ আটকে রয়েছে কি না তাতল্লাশি করে দেখা হচ্ছে।