শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে আকাশপথে আমফান ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। কিন্তু আগামিকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনা সফর অপরিবর্তিত থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আকাশপথে পরিস্থিতি তো দেখবেনই, একইসঙ্গে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর সঙ্গে থাকবেন এলাকার মন্ত্রী, বিধায়করা। তিনি বেশ কিছু মানুষের হাতে সাহায্য তুলে দেবেন। ঈদের পর আমফানে আক্রান্ত আরও অন্য জেলাতেও তিনি যাবেন।