রেলের কাউন্টারে টিকিট বিক্রির পরিষেবা চালু

0
1

অনলাইন পরিষেবার পরে এবার কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। শুক্রবার থেকেই এই পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিভিন্ন স্টেশন ও বিভিন্ন এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে টিকিট বিক্রি হবে। পয়লা জুন থেকে দেশে ২০০টি নন এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকেই সেই ট্রেনগুলির জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিংও শুরু হয়েছে।
শুক্রবার থেকে সারা দেশের ১ লক্ষ ৭০ হাজার কমন সার্ভিস সেন্টার ও কিছু স্টেশনে টিকিট বিক্রি শুরু করা হচ্ছে। তবে, টিকিট কাটার লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে আরও ট্রেন চালানোর কথা ঘোষণা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার থেকে যে ট্রেনগুলির বুকিং শুরু হয়েছে তার মধ্যে হাওড়া ও কলকাতার কয়েকটি ট্রেনও রয়েছে।
সেগুলি হল:

হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস

হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-মুম্বই সিএসটি মেল

আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস

দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস

হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

হাওড়া-বিকানের এক্সপ্রেস

শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

শালিমার-পটনা এক্সপ্রেস

অমৃতসর-কলকাতা এক্সপ্রেস

হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

এই ট্রেনগুলিতে আরএসি ও ওয়েটিং লিস্ট থাকবে। তবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের উঠতে দেওয়া হবে না বলে রেল সূত্রে খবর।