পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৯১জন যাত্রী এবং ৭জন বিমানকর্মীকে নিয়ে করাচি বিমানবন্দরে নামার মুখে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানটি। যাত্রী এবং কেবিন ক্রু সহ সকলের মৃত্যু হয়েছে নিশ্চিত। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়ায় বেশ কিছু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন লাহোর থেকে করাচি বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু বিমানবন্দরে নামার মিনিটখানেক আগে এয়ারবাসটি ভেঙে পড়ে এবং কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিকের সঙ্গে। তিনটে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই পাকসেনা নেমে পড়ে উদ্ধার কাজে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।





























































































































