রাষ্ট্রপতির ফোন মুখ্যমন্ত্রীকে

0
1

আমফান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বললেন, “গোটা পরিস্থিতি আমি নিজের চোখে দেখেছি। বীভৎস দৃশ্য। চোখের জল ধরে রাখা মুশকিল। আমার স্থির বিশ্বাস মানুষ এই দুর্যোগ কাটিয়ে উঠে ফের স্বাভাবিক জীবনে ফিরে আসবে”। এই লড়াইয়ে বাংলার পাশে সারা দেশ আছে, সরকার রয়েছে। শুধু তাই নয় এদিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি তার সহমর্মিতা জানান। একই সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকেও মুখ্যমন্ত্রীর কাছে ফোন আসে। এই দুর্যোগ সামলাতে মুখ্যমন্ত্রীর যেভাবে পদক্ষেপ করছেন তার ভূয়সী প্রশংসা করে তাঁরা জানান, পাশে রয়েছেন।