POK ভারতের অংশ! স্বীকার পাক সরকারেরই

0
6

ভুল করে হলেও স্বীকার করে নিল পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। কোথায় এমন কান্ড হলো? পাকিস্তানের করোনা ভাইরাস আপডেট করার সরকারি ওয়েবসাইট www. covid.gov.pk -তে এই কাণ্ডটি ঘটেছে। সেখানে পাক অধিকৃত কাশ্মীরের মানচিত্রকে ভারতের মানচিত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই ঘটনা পাক সরকারের পরোক্ষ স্বীকারোক্তি বলে মনে করা হচ্ছে নয়াদিল্লি। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরোটাই ভুলবশত হয়েছে। তার কারণ এই ভুল পরে মেরামত করে সরিয়ে দেওয়া হয়।