আবার মুকেশ আম্বানির জিও সংস্থার সঙ্গে আন্তর্জাতিক সংস্থার নতুন চুক্তি। এই নিয়ে সংস্থার পঞ্চম চুক্তি। এবার চুক্তি হলো মার্কিন ইক্যুইটি জায়ান্ট কেকেআর-এর সঙ্গে। ভারতীয় অঙ্কে চুক্তির পরিমাণ ১১,৩৬৭কোটি। বিগত চার সপ্তাহে জিওর সঙ্গে এই নিয়ে পঞ্চম চুক্তি। ৫ সংস্থায় লগ্নির মূল্য ৭৮,৫৬২ কোটি। কেকেআর কিনল ২.৩২% শেয়ার। এশিয়াতে কেকেআরের এটি সবচেয়ে বড় লগ্নি। ইতিমধ্যে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে। কেকেআর জিওর শেয়ার কেনা উৎফুল্ল মুকেশ আম্বানি। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত আর্থিক লগ্নি সংস্থা জিওর সঙ্গে যুক্ত হওয়ায় আমরা রোমাঞ্চিত। ভারতের ডিজিটাল ব্যবস্থাকে সকলে মিলে পাল্টে দেওয়া সম্ভব হবে। কেকেআরের ইতিহাস বলছে যাদের সঙ্গেই তারা যুক্ত হয়েছে তারাই উন্নতির শিখরের দিকে এগিয়ে গিয়েছে। আগামী দিনে তাদের সাহায্যে বিশ্বব্যাপী ডিজিটাল ব্যবসায় জিও এগিয়ে যাবে। আর কেকেআর-এর ফাউন্ডার কাম সিইও হেনরি ক্রাভিস বলেন, জিও এমন এক সংস্থা, যারা দেশের ডিজিটাল সিস্টেমকে পাল্টে দিতে পারে। ভারতে তারা সেটাই করছে। আগামী প্রজন্মের প্রযুক্তির বিপ্লব আনছে জিও।































































































































