প্রধানমন্ত্রীর সফর শুরুর মুখেই রাজনীতি শুরু করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য বিজেপির বিরুদ্ধে। রাজ্য বিজেপির তরফ থেকে বাবুল সুপ্রিয়র হাত দিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীকে দেন রাজ্য নেতৃত্ব। সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে কেন্দ্র এই বিপর্যয় মোকাবিলার জন্য যে টাকা দেবে তা যেন সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেয়। কেন? বিজেপির তরফ পরে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে রাজ্যের হাতে টাকা দিলেই তা ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে পৌঁছয় না। রাজ্যের মানুষের অতীত অভিজ্ঞতা সেটাই বলছে। তাই অনুরোধ বিশেষভাবে করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দেশের অন্যতম বিপর্যয় নিয়ে কোন পর্যায়ের রাজনীতি কর যায়, তা বিজেপি নেতাদের পদক্ষেপই পরিষ্কার হয়ে যাচ্ছে।