হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখে নরম সুর কেন? সে নিয়ে প্রশ্ন সর্বত্র।
শুক্রবার বসিরহাট কলেজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বাবুল বলে গেলেন আজকে তাদের শোনার দিন। আর বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন, দুজন অভিজ্ঞ রাজনীতিকের যেভাবে আলোচনা হওয়া উচিত সেই ভাবেই দীর্ঘ প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে। প্রতিটি সেক্টর ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন। নেট এবং টেলিকম ব্যবস্থা ঠিক না থাকায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সম্ভব হয়নি। কিন্তু তা সত্বেও মুখ্যমন্ত্রী যেটা দিয়েছেন সেটা যথেষ্ট। এরপর কেন্দ্রের টিম আসবে তারা খতিয়ে দেখে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং তারপর অর্থ বরাদ্দ করা হবে।
তিন ঘণ্টার এই ঝটিকা সফরে একবারের জন্যও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন না ট্যুইটে পটু বাবুল সুপ্রিয়। তার হলোটা কী?