দাদুর কীর্তি! বিগ বি-র ভেলকি

0
1

তাঁর বুড়ো হাড়ে যে ভেলকি হয়, তার প্রমাণ বারবার দিয়েছেন বিগ বি। অনেকের মতে যৌবনের অমিতাভ বচ্চনের থেকে এই বৃদ্ধ অমিতাভ অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। তবে এ নিয়ে দ্বিমত থাকতেই পারে। কিন্তু এখনও যে তিনি শারীরিক কসরতে সমান পারদর্শী, তার প্রমাণ দিতে নাতি অগস্ত্য নন্দার সঙ্গে জিমের ছবি পোস্ট করলেন বিগ বি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, “ফাইট দ্য ফিট, ফাইট দ্য ফাইট”। দাদুর কীর্তি দেখে হেসে খুন নাতি।