বৈঠকের আগেই সুর কেটে দিলেন অখিলেশ-মায়াবতী

0
1

অবিজেপি রাজনৈতিক দলগুলির ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু বিকেল তিনটেয়। কিন্তু বৈঠকের আগেই সুর কেটে দিলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। তারা সম্ভবত এই বৈঠকে থাকছেন না, যদিও প্রাথমিকভাবে তারা জানিয়েছিলেন থাকবেন। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালেরও না থাকার সম্ভাবনা প্রবল। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, জে এম স্ট্যালিন, উদ্ধব ঠাকরে এবং বেশ কয়েকজন অবিজেপি মুখ্যমন্ত্রী থাকবেন।

করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজ্যগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বেড়েছে। দীর্ঘ পাঁচ দিন ধরে অর্থমন্ত্রী যে সংস্কারের কথা বলেছেন তা অনেক ক্ষেত্রেই আমজনতাকে বিরক্ত করেছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোনও প্যাকেজ যেমন ঘোষণা করা হয়নি, তেমনি করোনার সুযোগ নিয়ে শ্রম আইনে পরিবর্তন, ছাঁটাই দেশীয় শিল্প বিক্রির সিদ্ধান্ত, বিদেশী পুঁজির আমদানি, পরিযায়ী শ্রমিক এবং দৈনিক মজুরির মানুষের জন্য কোনও রিলিফ না থাকায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার ফের সুযোগ পেয়েছে। এবং নিশ্চিত ভাবে এর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখার বিষয় এই পরিস্থিতি কীভাবে তাঁরা কাজে লাগান।