প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত বছরের প্রধানমন্ত্রিত্বের মেয়াদকালে রেকর্ড। কিসের রেকর্ড? যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশ সফর বেশি এবং দেশে না থাকার অভিযোগ নিয়ে সরব বিরোধীরা, সেই নরেন্দ্র মোদি ৮৩ দিন পর রাজ্য সফরে বের হলেন। এই বৈঠকে সুকৌশলে বিজেপির ভোটের রাজনীতিকে সামনে নিয়ে এলেন প্রধানমন্ত্রী। আকাশপথে সফর এবং বৈঠকে রাজ্যপালকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি জগদীপ ধনকড়েই আস্থা রাখছেন। হেলিকপ্টারেও তাঁরা দুজন মুখোমুখি বসে ছিলেন। অন্যদিকে কেন্দ্রের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে কপ্টার সঙ্গী করে বুঝিয়ে দিলেন এবার এদের চোখ দিয়েই তিনি রাজ্যকে দেখবেন। এদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে।